ফেসবুক আইডি হ্যাক হলে আপনার করণীয় কি হবে👇👇
আমাদের নিত্যকার জীবনে ফেসবুক একটি অন্যতম বিষয়। আর এই ফেসবুক আইডি হ্যাক হলে আপনি সম্মুখীন হতে পারেন ভয়াবহ বিপদের।
![]() |
| ফেসবুক আইডি হ্যাক হলে আপনার করণীয় কি হবে👇👇 |
আমাদের ফেসবুক আইডির সব রকমের সুরক্ষার ব্যবস্থা করলেও অনেক সময় হ্যাক হতে পারে। তাই হ্যাক হলে আপনার যেসব পদক্ষেপগুলো নেওয়া উচিত তা জেনে নিন।
★প্রথমত, এই লিংকে প্রবেশ করুন👇
http://www.facebook.com/hacked
★দ্বিতীয়ত, একটি পেজ ওপেন হবে,সেখান থেকে @my account is compromised@ লেখা বাটনে ক্লিক করুন
★আপনার কাছে হ্যাক হওয়া একাউন্টের তথ্য চাওয়া হবে।উল্লেখিত যেকোনো ২টি অপসনের ভিতর থেকে ১টিতে আপনার তথ্য দিয়ে সার্চে ক্লিক করুন।
★আপনার প্রেরিত তথ্য গুলো সঠিক হলেই আপনার কাঙ্ক্ষিত একাউন্টটি প্রদর্শিত হবে।
★সেখান থেকে @This is my account @ অপসনে ক্লিক করে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে পরের ফর্মগুলো সঠিক ভাবে পূরণ করলে আপনার একাউন্ট টি ফেরত দেওয়া হবে।
হ্যাকার যদি আপনার গুরুত্বপূর্ণ তথ্য গুলো পরিবর্তন করে থাকে, যেমন( আপনার ফোন নম্বর অথবা ইমেইল আইডি) তবে Need another way to Authentication -submit a request to Facebook এ ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিলে আপনার হ্যাক হওয়া একাউন্টটি উদ্ধার হবে।
👉👉তাছাড়া আপনি নিজেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন👈👈

Post a Comment