কোলাহলমুক্ত বলিউড বাদশাহের জন্মদিন।
২রা নভেম্বর
বলিউড ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা,বলিউড কিং হিসেবে পরিচিত ★শাহরুখ খানের★ ৫৫তম জন্মদিন (২রা নভেম্বর) আজ।
ভাঙা গড়ার এই জীবনে তিনি সব বাধা বিপত্তি জয় করেই আজকের এই অবস্থানে এসেছেন।বাড়ির বারান্দাটা থেকে হাত নাড়িয়ে শত শত ভোক্তাদের শুভেচছা উপহার হিসেবে গ্রহণ করেন কিং খান। কিন্তু করোনাকালীন এই জন্মদিনে তার তেমন কোনো আয়োজন থাকবে না বলে জানিয়েছেন।
তিনি বলেন পুলিশ তার বাড়ির সামনে কোনও ভিড় করতে দেবে না তাই তিনি ভিড় না করার আহবান জানিয়েছেন।
১৯৯২সালে *দিওয়ানা* ছবির মাধ্যমে বলিউড জগতে তার অভিশেক হয়। আর প্রথম ছবিতেই সেরা অভিনয় করা জন্য সেরা নবাগত হিসেবে ওই বছরই ফ্লিমফেয়ার এ্যাওয়ার্ড জিতে নেন। *ডর এবং বাজিগর* ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি পৌঁছে যান দর্শকের মনের মনিকোঠায়।
এই পর্যন্ত বলিউড বাদশাহ মোট ১৪বার ফ্লিমফেয়ার এ্যাওয়ার্ড লাভ করেন।তার ভিতর থেকে ৮বারই সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।হিন্দি চলচিত্রে বিশেষ অবদান রাখার জন্য ভারত সরকার ২০০২সালে তাকে ★পদ্মশ্রী★উপাধিতে ভূষিত করে।এছাড়াও মোট ৫বার ডক্টরেট ডিগ্রি লাভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে।
![]() |
| কোলাহলমুক্ত বলিউড বাদশাহের জন্মদিন |

Post a Comment